News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৩, ৩১ মে ২০২০
আপডেট: ০৪:২৮, ৩ জুন ২০২০

শিল্পপতি আব্দুল মোনেম আর নেই

শিল্পপতি আব্দুল মোনেম আর নেই

দেশের বিশিষ্ট শিল্পপতি ও মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। 

রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এর আগে ১৭ মে স্ট্রোক করলে আব্দুল মোনেমকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। আব্দুল মোনেম দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে খ্যাত ছিলেন। 

জানা গেছে, আব্দুল মোনেমের জানাজা ও দাফন ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে সম্পন্ন হবে। 

তিনি ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি ছিলেন।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন খাতে আব্দুল মোনেমের বিশাল ভূমিকা রয়েছে। প্রার্থনা করছি, যাতে তার পরিবার এ শোক কাটিয়ে উঠতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়