নারায়ণগঞ্জে ৮৩ কারখানা চালু
করোনাভাইরাস পার্দুভাব ঝুকিতেও নারায়ণগঞ্জে প্রায় ৮৩টি শিল্প কারখানা চালু হয়েছে আজ। ঈদের ছুটিতে শ্রমিকরা গ্রামের বাড়িতে যেতে না পারেনি বিধায় অনেক কারখানা খুলেছে বলে জানিয়েছে শিল্প কারখানার কর্তৃপক্ষ।
তারা বলেন, অনেকই কারখানা খুলেছে কারন কিছু কারখানার অর্ডার ছিল। সেই অর্ডার দ্রুত সম্পন্ন করতেই খোলা হয়েছে।
জানা যায়, ঈদের একদিন পর বুধবার নারায়ণগঞ্জে বিজিএমইএর সদস্যভুক্ত ৫টি, বিকেএমইএর ২৮টি, বেপজার অধীনে থাকা ইপিজেডের ২৭টি ও বিটিএমএর ৩টি কারখানা চালু রয়েছে। এছাড়া অন্য আরও ২০টি কারখানা খোলা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ১২টি গার্মেন্টসের অর্ধশতাধিক শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। এছাড়া প্রতিদিন শ্রমিকদের নারায়ণগঞ্জ করোনা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
করোনাভাইরাস বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, আক্রান্ত শ্রমিকরা আইসোলেশনে থাকবেন, তবে এতে কোনো কারখানা শাটডাউন করা হবে না।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/কেএইচ