News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৯, ২৫ মে ২০২০
আপডেট: ০৩:৪২, ২৭ মে ২০২০

পুঁজিবাজারে গতিশীলতা বাড়বে আশাবাদ সংশ্লিষ্টদের

পুঁজিবাজারে গতিশীলতা বাড়বে আশাবাদ সংশ্লিষ্টদের

পবিত্র ঈদুল ফিতরের পর পুঁজিবাজারের লেনদেন প্রতি বিনিয়োগকারীদের আস্থা, স্বচ্ছতা, পরিপক্কতা ও  গতিশীলতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। একই সঙ্গে তারা, বিনিয়োগকারীদেরকে ভাল কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার পরামর্শ দেন।

বিনিয়োগকারীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, মহামারি করোনাভাইরাসের কারনে বিনিয়োগকারীরা বিপদের মধ্যেই রয়েছে। সেই সাথে পুঁজিবাজার বন্ধ থাকায় তাদের একটু সমস্যার মধ্যেও পরেছে। আশা করছি, ঈদের পরপরই বাজার খুলে দেব। তখন বিনিয়োগকারীরা স্বাচ্ছ্যন্দে তাদের বিনিয়োগ নিয়ে আসবেন।

ঈদের শুভেচ্ছা জানিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বলেন, করোনাভাইরাস পরবর্তীতে পুঁজিবাজার ঘুরে দাড়াবে বলে মনে করছি। তাই এ অবস্থায় ভালো শেয়ারে বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা নেই। এসময় বিনিয়োগকারীদেরকে ভাল কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার পরামর্শ দেন।

ঈদের শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করেন। অদূর ভবিষ্যতে পুঁজিবাজার খুলবে এবং সকলেই সেই দিনের দিকে তাকিয়ে আছেন বলেও জানান।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়