News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০১, ১২ মে ২০২০
আপডেট: ০৪:৩০, ১৫ মে ২০২০

পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: শিল্প প্রতিমন্ত্রী

পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: শিল্প প্রতিমন্ত্রী

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। একই সঙ্গে বলেন, করোনা পরিস্থিতি থেকে উত্তরণে সরকার সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে।

মঙ্গলবার মিরপুরে অসহায় দরিদ্রদের ত্রাণ সহায়তার জন্য কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামানের কাছে খাদ্যপণ্যের তিনশত ব্যাগ হস্তান্তর কালে তিনি এ কথা বলেন।

কামাল আহমেদ মজুমদার বলেন, আসন্ন ঈদুল ফিতরে আয়-রোজগারহীন মানুষ যাতে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সে জন্য তাদের বিশেষ উপহার সামগ্রী দেওয়া হচ্ছে।

আরও বলেন, করোনা পরিস্থিতি থেকে উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। অর্থনীতির সব খাতের জন্য শেখ হাসিনা ঘোষিত প্রায় এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।

তিনি এসময় প্রণোদনার অর্থের যেন কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়