১৬ মের মধ্যে কন্টেইনার খালাসে স্টোররেন্ট মওকুফ
চট্টগ্রাম বন্দরে অবতরণ করা কন্টেইনার আগামী ১৬ মের মধ্যে খালাস করা হলে প্রযোজ্য স্টোররেন্ট মওকুফ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান।
আরও জানান, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসনের লক্ষ্যে আগামী ১৬ মের মধ্যে কন্টেইনারগুলো খালাস করা না হলে দণ্ডভাড়া আদায়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাধ্য থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস