আগামী অর্থবছরের বাজেটের আকার সাড়ে ৫ লাখ কোটি টাকা
সরকার আসন্ন (২০২০-২১) অর্থবছরের জন্য সাড়ে ৫ লাখ কোটি টাকার বাজেটের খসড়া তৈরি করেছে। যা চলতি অর্থবছরের (২০১৯-২০) তুলনায় ৫ শতাংশ বেশি।
অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আসন্ন ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৫০ হাজার কোটি টাকার বাজেটের খসড়া তৈরি করা হয়েছে। তবে এ বাজেটের আকার চূড়ান্ত নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠক করে তা চূড়ান্ত করবেন।
প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বৈঠকে বাজেটের আকার চূড়ান্ত করা ছাড়াও আসন্ন ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায়কে অগ্রাধিকার দেওয়া হবে। আগামী অর্থবছরের বাজেটে করোনাভাইরাসের কারণে চাকরি হারানো লাখ লাখ মানুষের খাদ্য নিরাপত্তা কিভাবে কম খরচে নিশ্চিত করা যায়, সে বিষয়টি ভাবছে সরকার।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এফএ