News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৪, ২ মে ২০২০
আপডেট: ০৪:২৩, ৮ মে ২০২০

হাজার কোটি টাকা ঋণ পাচ্ছে বিমান

হাজার কোটি টাকা ঋণ পাচ্ছে বিমান

আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ১ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সোনালী ব্যাংক।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সোনালী ব্যাংক এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর ঘোষিত মহামারি করোনা ভাইরাস কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি লাঘবে প্রণোদনা প্যাকেজের আওতায় বিমানকে এ অর্থ দেওয়া হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চলতি মূলধন হিসেবে ব্যাংকটি ১ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে।

এছাড়া বিভিন্ন শিল্প, কৃষি, ব্যবসা ও বাণিজ্য খাতে আর্থিক প্রণোদনার জন্য আবেদন প্রস্তাব যাচাই করে বাংলাদেশ ব্যাংকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়