পরিচালকদের যোগ্যতা নির্ধারণসহ বিএসইসির ৫ সিদ্ধান্ত
স্বতন্ত্র পরিচালকদের যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড নির্ধারণে একটি প্যানেল গঠন সহ ট্রেক বিধিমালার বিষয়ে জনমত যাচাইয়ের জন্য নতুন করে সময়সীমা নির্ধারণ সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।
গত বুধবার বিএসইসির ৭২৫তম নিয়মিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসির নিয়মিত ওই সভায়, আরও দুই রুলস সংশোধনী সহ এক ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন প্রস্তাব সিন্ধান্ত নিয়েছে বিএসইসি।
এই সিন্ধান্ত গুলো হলো: বে-মেয়াদী ভিআইপিবি ব্যালেন্সড ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন, বিএসইসির (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ) রুলস ২০১৮ এর সংশোধনী সহ কমিশন (অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট) রুলস ২০১৫ এর সংশোধনী।
সাইফুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানান, বিএসইসি স্বতন্ত্র পরিচালকদের যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড নির্ধারণে একটি প্যানেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। করপোরেট গর্ভন্যান্স কোড (সিজিসি) এর বর্ণিত স্বতন্ত্র পরিচালকদের যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড নির্ধারণপূর্বক একটি স্বতন্ত্র পরিচালকদের প্যানেল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকার ঘোষিত সাধারণ ছুটির শেষে এ ব্যাপারে প্রয়োজনীয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।
ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বিধিমালার বিষয়ে জনমত যাচাইয়ের জন্য নতুন করে সময়সীমা নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার ঘোষিত ছুটির কারণে ট্রেক বিধিমালা, ২০২০ এর খসড়া গেজেটে প্রকাশ করা সম্ভব হয়নি। এছাড়া জনমত জরিপের সময় পার হয়ে গেছে। তাই অফিস খোলার পরে জনমত জরিপের নতুন সময়সীমা নির্ধারণ করা হবে।
বিএসইসির (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ) রুলস ২০১৮ এর সংশোধনী প্রস্তাব কতিপয় পরিবর্তন সাপেক্ষে অনুমোদিত হয়েছে। জনমত যাচাইয়ের নিমিত্তে পত্র-পত্রিকা এবং কমিশনের ওয়েব সাইটে সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষে প্রকাশের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
কমিশন (অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট) রুলস, ২০১৫ এর সংশোধনী অনুমোদিত হয়েছে। অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট রুলসের সংশোধনী জনমত জরিপ শেষে আজকের সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া বে-মেয়াদী ভিআইপিবি ব্যালেন্সড ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ কোটি টাকা। এই টাকার মধ্যে উদ্যোক্তার অংশ ১ কোটি টাকা এবং সকল বিনিয়োগকারীদের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/ডি