করোনায় কর্মকর্তাদের একদিনের বেতন দেবে বাংলাদেশ ব্যাংক
মহামারী করোনাভাইরাস সংকটময় সময়ে দেশের ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগিতার লক্ষে আর্থিক অনুদান হিসেবে ব্যাংকের সব ধরনের কর্মকর্তা-কর্মচারীর একদিনের বেতন দেবে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকটির সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় আর্থিক অনুদান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সব কর্মীর একদিনের বেতন দেয়া হবে এমন সিদ্ধান্ত হয়েছে।
জানা যায়, করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় আর্থিক এই অনুদান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়া হবে। ইতোমধ্যে সার্কুলার জারি করে সব কর্মকর্তাকে জানানো হয়েছে।
এর আগে ১৯ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের এক আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ভাইরাস সংক্রমণ রোধে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জনগণকে নিরাপদে রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ কাজ চলেছে। বাংলাদেশ ব্যাংকে কর্মরত সকল স্তরের স্থায়ী-অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন থেকে একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/কেএইচ