শ্রমিকদের বেতন পরিশোধে ২০ এপ্রিল পর্যন্ত সময় লাগবে
পোশাক খাতের শ্রমিকদের মার্চের বকেয়া বেতন পরিশোধের জন্য ২০ এপ্রিল পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন পোশাক কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক।
বুধবার এক বার্তায় তিনি এ কথা জানান।
রুবানা হক এর আগে শ্রমিক-কর্মচারীদের মার্চ মাসের বেতন ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ করা হবে বলে আশ্বাস দেন। সেই হিসেবে বৃহস্পতিবার সেই সময়ের শেষ দিন। কিন্তু এখনো অর্ধেক কারখানার মালিকরাই বেতন-ভাতা পরিশোধ করেননি।
তিনি বলেন, “২৪ লাখ ৭২ হাজার শ্রমিকের মধ্যে ১৫ এপ্রিল পর্যন্ত ১৯ লাখ ১৯ হাজার ৬০০ জন শ্রমিক মার্চের বেতন পেয়েছেন। ১৬ এপ্রিলের মধ্যে প্রায় ৮০ শতাংশ পোশাক শ্রমিক বেতন পাবেন। বাকি ২০ শতাংশ শ্রমিকের বকেয়া বেতন ২০ এপ্রিলের মধ্যে পরিশোধ করা হবে।”
বেশিরভাগ বড় কারখানা বেতন দিয়ে দিয়েছে জানিয়ে রুবানা হক বলেন, “ছোট ও মাঝারি কারখানাগুলোর বেতন দিতে কিছু সমস্যা হচ্ছে। তবে ছোট বড় এটা বড় বিষয় নয়। সবার জন্য বেতনের ব্যবস্থা করা হবে।”
রুবানা আরও বলেন, “অনেক শ্রমিককে এখনো ক্যাশে বেতন দিতে হয়। যা আগামী মাস থেকে আর ক্যাশ দিতে হবে না। তবে বর্তমান পরিস্থিতিতে কিছু সমস্যা হচ্ছে। গণপরিবহন বন্ধ। সব ব্যাংকের শাখা খোলা নয়। এ কারণে কিছু সমস্যা হচ্ছে। এটি সমাধানে পাঁচ থেকে সাত দিন সময় লাগবে।”
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এফএ