চলতি বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ২ শতাংশে নেমে আসবে: আইএমএফ
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দুই শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
বুধবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুকে এ ভবিষ্যদ্বাণী করা হয়েছে।
আইএমএফ অবশ্য বলেছে আগামী অর্থবছরে (২০২০-২০২১) বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ৯.৫ শতাংশ হবে।
এর আগে, আইএমএফ চলতি অর্থবছরের বাংলাদেশের জন্য ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।
নিউজবাংলাদেশ.কম/এএস