সনদ নবায়নে ছাড় পেল বয়লার ব্যবসায়ীরা
করোনাভাইরাসের প্রেক্ষিতে বর্তমান পরিস্থিতিতে সনদ নবায়নে ছাড় পেয়েছে বয়লার ব্যবসায়ীরা।
বুধবার শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনা বলা হয়, কোভিড-১৯ (করোনাভাইরাস) ভাইরাস প্রতিরোধ এবং এর প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবিলায় বয়লার চালনার ক্ষেত্রে সনদ নবায়নের জন্য তিন মাসের (মার্চ থেকে মে পর্যন্ত) জরিমানা মওকুফ করা হয়। এই তিন মাসের জরিমানা ছাড়াই জুন মাসে সনদ নবায়ন যাবে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এফএ