শতকরা ১০ভাগ বোনাস দেবে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক
ঢাকা: শেয়ারবজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত বছরের ৩১ ডিসেম্বর ২০১৪-এর জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়। ২০১৩ সালেও এক’ই পরিমাণে লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ মে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। তবে সভার স্থান পরবর্তী সময়ে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ এপ্রিল।
২০১৪ সালে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৫৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ দশমিক ২৯ টাকায়। শেয়ার প্রতি নিট সম্পদের পরিমাণ হচ্ছে ২৮ দশমিক ৫৯ টাকা।
নিউজবাংলাদেশ.কম/জেএস/একে
নিউজবাংলাদেশ.কম