পদ্মা অয়েলের লভ্যাংশের টাকা অ্যাকাউন্টে জমা
ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের পদ্মা অয়েল কোম্পানির নগদ লভ্যাংশের টাকা শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে।
গত অর্থবছরের ৩০ জুন ২০১৪ পরিচালনা পর্ষদ একশ শতাংশ নগদ লভ্যাংশের যে ঘোষণা দিয়েছিল তা জমা হয়েছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)।
তবে যাদের ব্যাংক অ্যাকাউন্টে লভ্যাংশ জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২১.৬৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৪.২২ টাকা।
নিউজবাংলাদেশ.কম/জেএস/একে
নিউজবাংলাদেশ.কম