News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২১, ১৮ মে ২০২১

আবাবিল ফিরে আসছে: মামুন আজাদ

আবাবিল ফিরে আসছে: মামুন আজাদ

সুপ্রিয় কবিগণ; আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি
আব্রাহা ফিরে এসেছে
অই দেখুন, আবার সে জেগে উঠেছে
ধ্বংস করতে চায় আল আকসা
ধ্বংস করতে চায় ‘কেনান’, যেখান থেকে শুরু সভ্যতা
গুড়িয়ে দিতে চায় মানুষের প্রথম ইতিহাস
চেয়ে দেখুন একে একে তাকে সমর্থন দিচ্ছে ইবলিসের দোসরগণ,
‘স্যাম’ চাচার কাছে এর চেয়ে আপনি কী বা আশা করতে পারেন
তাই লিবারেল মুখোস খুলে সামনে আসুন

প্রিয় কবিগণ এবার জাগ্রত হোন
কুম্ভকর্ণের মতো আর কতো ঘুমাবেন
ফুল পাখি নদী প্রেম, এসব আর কতো! 
এবার একটু মানুষের কথা লিখুন
আল্লাহর মালিকানায় আপনার হয়তো এলার্জি
তাহলে লিখুন সর্বহারার মালিকানা
লিখুন হক বাতিলের ইতিহাস
লিখুন শ্রেণি সংগ্রামের ইতিহাস 

লিখুন বীরত্বের ইতিহাস
আজ কোনও করুণ ইতিহাস লিখবেন না
বুলেট থেকে যাদের জন্ম, তারা আগ্নেয়গিরি
মৃত্যুকে নিয়ে তারা খেলা করে হাতের মুঠোয় 
লিখুন ঈমান থাকলে তিনশত তের জনও যথেষ্ট!  

লিখুন কিভাবে আমার ভাইয়েরা বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে দুর্ধর্ষ ট্যাংকের সামনে

লিখুন সবচেয়ে সাহসি বাচ্চাদের কথা
যারা এম সিক্সটিনের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে
সেই ছেলেটির কথা লিখুন,
যে বাবার কবর জিয়ারত করে আবার ছুটছে পাথর হাতে
লিখুন, দুই পা না থাকলেও কিভাবে লড়তে হয়
সেই ইতিহাস;

লিখুন, ফিনিক্স পাখির মৃত্যু নেই
লিখুন, ওরা জেগে উঠেছে
লিখুন, মহাবীর খালিদ ফিরে এসেছে
এবার কোনও করুন ইতিহাস নয়
বুলেট থেকে যাদের জন্ম, তারা আগ্নেয়গিরি
মৃত্যুকে নিয়ে তারা খেলা করে হাতের মুঠোয় 
লিখুন পাথর দিয়ে যারা যুদ্ধ করে তাদের ইতিহাস
ওদেরকে বলে দিন
এই কেনানে
ডেভিড কিভাবে সামান্য পাথরে হত্যা করেছিল অহংকারী গালিয়াতকে
বলে দিন
আবাবিল নামের ছোট্ট পাখিরা
পাথর দিয়ে কিভাবে গুড়িয়ে দিয়েছিল
আব্রাহার হস্তিবাহিনী
ওদেরকে বলে দিন
এবার হবে আসল যুদ্ধ
চোখের বদলে চোখ
হাতের বদলে হাত
রক্তের বদলে রক্ত
ওদেরকে বলে দিন
‘আবাবিল’ আবার ফিরে আসছে মুখে বারুদ নিয়ে
যদি ‘বারুদই হয় অন্তিম সমাধান’
তবে তাই হোক
বারুদেই হোক অন্তিম সমাপ্তি!

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়