না ফেরার দেশে কথাসাহিত্যিক কামরুজ্জামান জাহাঙ্গীর
ঢাকা: কথাসাহিত্য ছিল তার ধ্যান। এ ধ্যানের কারণেই তিনি থাকেননি রাজধানীতে। চুপচাপ নিজের কাজটি করে যেতেই ছিল তার আনন্দ। কথাসাহিত্যের ছোটকাগজ ‘কথা’ সম্পাদনা করতেন। এ পত্রিকাটি ছিল বাংলাদেশে উল্লেখযোগ্য একটি ছোটকাগজ। এ মানুষটি কামরুজ্জামান জাহাঙ্গীর। হঠাৎ করেই তিনি চলে গেলেন না ফেরার দেশে।
শনিবার মারা গেছেন তিনি। চাকরিসূত্রে তিনি বাস করতেন চট্টগ্রামে। বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা থেকে চট্টগ্রাম মেইলে চট্টগ্রাম ফেরার পথে দুপুরে কুমিল্লায় তিনি মারা যান। তার লাশ এখন গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরের পথে।
কুমিল্লার সিভিল সার্জন ড. মুজিবুর রহমান ফেসবুকে জানিয়েছেন, আমাদের হৃদয়ের বান্ধব চমেক বাইশ ব্যাচের ডা. কামরুজ্জামান জাহাঙ্গীর আজ বেলা ১টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।
তিনি ফেসবুকে আরো জানান, কামরুজ্জামান আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
উল্লেখ্য, তার বাড়ি কিশোরগঞ্জে বাজিতপুর থানার সরিষাপুর গ্রামে। পড়াশোনা করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। জন্ম ১৯৬৩ সালে। তার এক ছেলে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়েন, মেয়ে চট্টগ্রাম কলেজে পড়েন।
তার প্রকাশিত গল্পগ্রন্থ ‘মৃতের কিংবা রক্তের জগতে আপনাকে স্বাগতম’ (জাগৃতি প্রকাশনী), ‘স্বপ্নবাজি’ (ইত্যাদি গ্রন্থ প্রকাশ), ‘কতিপয় নিম্নবর্গীয় গল্প’ (শুদ্ধস্বর)। উপন্যাস ‘পদ্মাপাড়ের দ্রৌপদী’ (মাওলা ব্রাদার্স), ‘যখন তারা যুদ্ধে’ (জোনাকী)।
উপন্যাসের বিনির্মাণ, ‘উপন্যাসের জাদু’ (জোনাকী), ‘গল্পের গল্প’ (জোনাকী), ‘কথাশিল্পের জল-হাওয়া’ (শুদ্ধস্বর)।
তার এ মৃত্যুতে দেশের সাহিত্যমহলে নেমে এসেছে গভীর শোকাবহ পরিবেশ। লেখকেরা তাদের ফেসবুক অ্যাকাউন্টে শোকবার্তা জানাচ্ছেন।
লেখক মাহবুব মোর্শেদ তার অ্যাকাউন্টে কামরুজ্জামানের মৃত্যুর খবর জানিয়ে তার পরিচিতি তুলে ধরেছেন। তরুণ লেখক শাহনেওয়াজ বিপ্লব ফেসবুকে জানান, জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা হলো কাল রাত ১১টায়। বললেন চট্টগ্রাম যাচ্ছি। চট্টগ্রাম আসা হলো না আর, রাতেই চলে গেলেন না ফেরার এমন এক দেশে যেখান থেকে প্রিয় চট্টগ্রামে আর ফেরা যায় না কোনোদিন ।
নিউজ বাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম