News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪০, ৭ মার্চ ২০১৫
আপডেট: ০৬:৩৯, ১৩ ফেব্রুয়ারি ২০২০

সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার পাচ্ছে ৮ জন

সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার পাচ্ছে ৮ জন

ঢাকা: সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য এবার আট বিশিষ্ট জনকে দেয়া হচ্ছে সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার। দুটি শাখায় প্রতি বছর এ পুরস্কার দেয়া হয়।

 

এ বছর ‘ক’ শাখায় এ পুরস্কার পাচ্ছেন প্রবন্ধে শামসুজ্জামান খান (রাষ্ট্র, ধর্ম ও সংস্কৃতি), উপন্যাসে ইমদাদুল হক মিলন (সাড়ে তিন হাত ভূমি), শিশুসাহিত্যে মোশতাক আহমেদ (হিমালয়ে রিবিট) ও আলম তালুকদার (হাওয়া আর রোদের ছড়া) এবং কবিতায় রেজাউদ্দিন স্টালিন (বায়োডাটা)। তাদেরকে দেয়া হবে ৩০ হাজার টাকা ও একটি পদক।

 

জীবনের প্রথম বই প্রকাশের জন্য ‘খ’ শাখায় এ পুরস্কার দেয়া হয়। এ বছর এ শাখায় পুরস্কার পাচ্ছেন মাহবুব আজীজ (ঠিক সন্ধ্যার আগে), কুসুম সিকদারের (নীল ক্যাফের কবি), গালিব রহমানের (যে সুতোয় বোনা যায়)। এরা পাচ্ছেন ১০ হাজার টাকা ও একটি পদক।

 

রোববার দুপুর ১২টায় তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে এ পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর,  সিটি ব্যাংক এনএ’র ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাকসুদ।

 

চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

 

নিউজবাংলাদেশ.কম/এমএ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়