‘দ্য মোমেন্ট ইন অ্যা ফ্রেম’
আলো ছায়ার মনোরম সন্ধ্যা
ঢাকা: মনোরম সন্ধ্যা। অবারিত বাতাসের খেলা। একটু পরপর যান্ত্রিক নগরীর ভ্যাঁ, ভু শব্দ। এর মাঝে বিশ্ব সাহিত্য কেন্দ্রের চতুর্থ তলায় অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ প্রবেশ করলেন। তার হাতেই উদ্বোধন হলো ফটোগ্রাফি গ্রুপ ‘দ্য মোমেন্ট ইন অ্যা ফ্রেম’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী।
বুধবার বিকেল পাঁচটায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় উদ্বোধন করা হয় এ প্রদর্শনী।
প্রদর্শনীতে ঢুকতেই চোখ আটকে গেলো বাংলাদেশি আলোকচিত্রী হাফসা জামান এ্যানির তোলা ‘প্রজাপতিটা….রাঙা মেঘের মত’ এই ক্যাপশনের আলোকচিত্রটি দেখে। যেখানে শিল্পী তার ক্যামেরার চোখ দিয়ে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন প্রজাপতির নানা রং।
একটু সামনে এগুতেই ‘ম্যাজিক মুড’ ক্যাপশনে আরও একটা ছবি নজরবন্দী হলো। যেখানে দুই কিশোর চোখ ভর্তি স্বপ্ন নিয়ে কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছে। ছবিটি তুলেছেন ভারতীয় আলোকচিত্রী জিত ব্যাঙ।
প্রদর্শনীতে আসা ইকবাল হোসেন মজনু নামের এক দর্শনার্থীর সাথে কথা হলে তিনি বলেন, “ছবিগুলোয় আলো ছায়ার খেলা। বোঝাই যাচ্ছে অনেক যত্ন দিয়ে ছবিগুলো তোলা। এখানে দেশ-বিদেশের অনেক ছবি দেখা যাচ্ছে। এ ধরনের প্রদর্শনী প্রতিনিয়ত আয়োজন করা হলে দর্শনার্থীদের রুচির পরিবর্তন হবে।”
‘দ্য মোমেন্ট ইন অ্যা ফ্রেম’ প্রতিষ্ঠাতা সভাপতি অমরাবতী অমর বলেন, “প্রদর্শনীর প্রথম দিনেই দর্শনার্থীদের বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করছি, সামনের দিনগুলোতে আরও বেশি দর্শনার্থী আমাদের প্রদর্শনীতে আসবে।”
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের ৫০ জন আলোকচিত্রীর যৌথ প্রচেষ্টায় মোট ৯৫টি আলোকচিত্র নিয়ে এবারের প্রদর্শনী। আগ্রহী কেউ চাইলে আলোকচিত্রগুলি সংগ্রহে রাখতে পারেন। অবশ্য, এ জন্য তাদের গুণতে হবে পনেরশ টাকা। আর যদি গ্লাস দিয়ে বাঁধানো ছবি নিতে হয়, সেক্ষেত্রে বাড়তি আরও দুশ টাকা গুণতে হবে।”
প্রদর্শনী চলবে ২৭ তারিখ পর্যন্ত। প্রদর্শনী প্রতিদিন দুপুর দুটা থেকে রাত আটটা পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। প্রদর্শনীর মিডিয়া পার্টনার নিউজবাংলাদেশ.কম।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম