২৫ মার্চ থেকে ‘দ্য মোমেন্ট ইন অ্যা ফ্রেম’
ঢাকা: ছবি তোলাই তাদের শখ। এ দেশ ওদেশ ঘুরে কেবলই তুলে আনে প্রিয় সব ছবি। ‘দ্য মোমেন্ট’ নামে ফটোগ্রাফি এ গ্রুপটি এবার নিজেদের তোলা ছবির প্রদর্শনী করতে যাচ্ছে ‘দ্য মোমেন্ট ইন অ্যা ফ্রেম’ শিরোনামে।
২৫ মার্চ থেকে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে তিনব্যাপী শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক এ প্রদর্শনী। বাংলাদেশ এবং ভারতের মোট ৫০ ফটোগ্রাফারের তোলা ৯৫টি ছবি প্রদর্শনীতে স্থান পাবে। ২৭ মার্চ পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজবাংলাদেশ.কম’ প্রদর্শনীটির মিডিয়া পার্টনার হিসেবে থাকবে।
বিকেল সাড়ে ৪টায় শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ উদ্বোধন প্রদর্শনীটির করবেন বলে জানা যায়। ‘পছন্দের প্রিয় মুহূর্ত হতে পারে প্রিয়জনের জন্য উপহার’ এ স্লোগানকে ধারণ করে এবারের প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দ্য মোমেন্ট জানায়, তাদের অর্ধ সহস্র সদস্য রয়েছে। এদের অনেকেই পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন। সৃজনশীল বিভিন্ন ছবি ফ্রেমে বন্দি করে রাখেন তারা। ছবি তুলেই তারা আনন্দ পান। সুযোগ পেলেই তারা ছবি তোলেন।
দ্য মোমেন্টের প্রতিষ্ঠাতা সভাপতি অমরাবতী অমর বলেন, “বাংলাদেশ ও ভারতের ফটোগ্রাফারদের নিয়ে বাংলাদেশে আগে কখনো এমন প্রদর্শনী অনুষ্ঠিত হয়নি। সব ফটোগ্রাফারকে উৎসাহ দিতেই আমরা এমন আয়োজন করছি। এর মধ্য দিয়ে ফটোগ্রাফি সম্পর্কে মানুষের আগ্রহ আরও বাড়বে বলে আমরা বিশ্বাস করি।”
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ভারতের কোলকাতায়ও দুই দেশের ফটোগ্রাফারদের নিয়ে তারা একটি প্রদর্শনীর আয়োজন করেছিলো। তবে বাংলাদেশে এটিই তাদের প্রথম প্রদর্শনী।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম
নিউজবাংলাদেশ.কম