‘আমরা’র আলোকচিত্র প্রদর্শনী শুরু
ঢাকা: নির্বাচিত ৩৬টি আলোকচিত্র নিয়ে ‘দ্য নেইম অফ’ নামে রাজধানীতে এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন ‘আমরা’।
এ সংগঠনের সদস্যরা আলোকচিত্রের পাশাপাশি করে থাকে নানামুখি কার্যক্রম। টানা দুই বছর দেশের বিভিন্ন স্থান ঘুরে ৩৬টি আলোকচিত্র নিয়ে এবার আয়োজন করেছে ‘দ্য নেইম অফ’ নামে এক প্রদর্শনী।
শুক্রবার বিকেলে রাজধানীর আঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
প্রদর্শনীর উদ্বোধন করেন ছায়ানটের সভাপতি সনজিদা খাতুন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী ।
সপ্তাহব্যাপী এ প্রদর্শনীটি চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। রোববার সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি সবার উন্মুক্ত থাকবে। তবে শুক্র ও শনিবার প্রদর্শনীটি সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
প্রসঙ্গত, সাম্প্রদায়িকতা বিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা’ যাত্রা শুরু করে ২০১৩ সালের ৩ মার্চ। সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্থদের পাশে এ সংগঠনটি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম