করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন কথাসাহিত্যিক দেবেশ রায়
করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন ভারতের পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক দেবেশ রায়।
বৃহস্পতিবার রাত ১০ টা ৫০ মিনিটে পশ্চিমবঙ্গের বাগুইআটির একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর।
এর আগে বুধবার রাতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন বিশিষ্ট এই লেখক। বৃহস্পতিবার দুপুর থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। এদিন রাত ১০টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। তবে তিনি করোনাভাইরাস পজিটিভ কিনা তা এখনও জানা যায়নি।
বিশিষ্ট লেখক দেবেশ রায়ের জন্ম ১৯৩৬ সালে বাংলাদেশের পাবনা জেলায়। তার প্রথম উপন্যাস যযাতি। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল: মানুষ খুন করে কেন (১৯৭৬), মফস্বলী বৃত্তান্ত (১৯৮০), সময় অসময়ের বৃত্তান্ত (১৯৯৩), তিস্তা পাড়ের বৃত্তান্ত (১৯৮৮), লগন গান্ধার (১৯৯৫) ইত্যাদি।
তিস্তা পাড়ের বৃত্তান্ত উপন্যাসটির জন্য তিনি ১৯৯০ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য সম্মান ‘সাহিত্য অ্যাকাডেমি’ পুরস্কারে সম্মানিত হন। বাংলা সাহিত্যে তিনি একজন ছকভাঙা আধুনিক ঔপন্যাসিক হিসেবে পরিচিত।
নিউজবাংলাদেশ.কম/এফএ