News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০২, ২২ ফেব্রুয়ারি ২০২১

পুঁজিবাজার সূচকে ধস

পুঁজিবাজার সূচকে ধস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। 
তবে টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন ডিএসইর লেনদেন কমলেও সিএসইর বেড়েছে। 
সোমবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৪৬৭ কোটি ৮ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৯৪ কোটি ১৩ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ২৩টির, কমেছে ২১৯টির এবং পরিবর্তন হয়নি ১০১টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯০ দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৫ দশমিক ২১ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪৮ দশমিক ২০ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ২০ দশমিক ৪৫ পয়েন্ট কমে যথাক্রমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৭ দশমিক ৩৬ পয়েন্টে ও ১ হাজার ২২২ দশমিক শূন্য ৩ পয়েন্টে। 
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, রবি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, ওয়ালটন হাই-টেক, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, গ্রামীন ফোন, বিকন ফার্মা।
অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ৪১ কোটি ৪১ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৬টির, কমেছে ১২২টির এবং পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৫৬ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৬৪ দশমিক ৯৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ২৫ দশমিক শূন্য ৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৬৭ দশমিক মূন্য ৯ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৫৫ দশমিক শূন্য ৮ পয়েন্ট ও সিএসআই সূচক ১৩ দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৯২ দশমিক ৮৫ পয়েন্টে, ১২ হাজার ১০২ দশমিক ১৯ পয়েন্টে, ৯ হাজার ৩৮৯ দশমিক শূন্য ৮ পয়েন্টে ও ৯৭৯ দশমিক ৪৮ পয়েন্টে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়