অনুশীলনে ফিরেছেন বিশ্বসেরা সাকিব
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে (২৫ জুনুয়ারি) চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন সাকিব আল হাসান। ফলে টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। অবশেষে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে মাঠে ফিরলেন সাকিব আল হাসান। কুঁচকির ব্যথা জয় করে টেস্ট দলের অনুশীলনে যোগ দিলেন বাংলাদেশ দলের প্রাণভোমরা।
শনিবার (৩০ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট দলের সদস্যদের অনুশীলনে নেমে পড়েন সাকিব আল হাসান। চোট থেকে ফিরে প্রথম দিনে প্রায় ৪৫ মিনিট স্পিন বলের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করেন। অনুশীলনের শেষ দিকে এসে স্পিনারদের পাশাপাশি এক থ্রোয়ারের বলও মোকাবিলা করেছেন।
নেট সেশন শেষ করে লাল সবুজের নন্দিত এই বিশ্বসেরা অলরাউন্ডার যোগ দিয়েছেন ম্যাচ সিনারও অনুশীলনে। যেখানে শুধুই পেসারদের বিপক্ষে ১৫ মিনিট ব্যাটিং করেছেন। যতক্ষণ ব্যাটিং করেছেন বেশ সপ্রতিভই মনে হয়েছে। টেস্ট সিরিজের আগে সাকিবের এই ফেরা নিঃসন্দেহে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের জন্য স্বস্তির কারণ।
উল্লেখ্য গত ২৫ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে। বাংলাদেশের বোলিং ইনিংসের ৩০তম ওভারে বল হাতে গিয়েছিলেন সাকিব। প্রথম তিনটি বল নির্বিঘ্নেই শেষ করেছিলেন। কিন্তু বিপত্তি বাঁধল ৪র্থ বলে এসে।
উইকেটে থাকা রোভম্যান পাওয়েলকে বলটি ডেলিভারির পর নিজেই তা ফিল্ডিং করতে কিছুটা লম্বা স্টেপ নেন। কিন্তু পঞ্চম বল শেষে দেখা যায় থমকে গেছেন সাকিব এবং কুঁচকিতে হাত দিয়ে চেপে ধরে রেখেছেন এবং বসে পড়েন। ব্যথার তীব্রতায় শেষ মেষ মাঠ থেকেই বেরিয়ে যান এই টাইগার। তার পরিবর্তে ওভারের শেষ বলটি করেন সৌম্য সরকার। এরপর তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসএস/ডি