৪১ রানে ৫ উইকেট হারিয়ে ধুকছে ওয়েস্ট ইন্ডিজ
টাইগারদের সামনে দ্বিতীয় ম্যাচেও দাঁড়াতে পারছেন সফরকারী ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। শুক্রবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই পাঁচ উইকেট হারিয়ে ধুকছে সফরকারীরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে পাঁচ উইকেটে তাদের সংগ্রহ ৪১ রান।
এদিন ইনিংসের পঞ্চম ওভারে মুস্তাফিজের বলে ব্যক্তিগত ৬ রান করে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার সুনিল আমব্রিস। এরপর ক্যারিবিয়ান শিবিরে ১৪তম ওভারে জোড়া আঘাত হানেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। ৩১ বছর বয়সে ক্যারিবিয়ানদের হয়ে অভিষেক হওয়া ওটলিকে ফেনার মিরাজ। অভিষেক ইনিংস শেষ ৪৪ বলে ২৪ রান করে মিরাজের বলে তামিম ইকবালের তালুবন্দি হন। এরপর জশুয়া ডা সিলভা ৫রানে আউট হন।
এরপর সাকিব ফেরান আন্দ্রে ম্যাকার্থিকে। ব্যক্তিগত ৩ রান করে দলীয় ৩৯ রানে সরাসরি বোল্ড হন তিনি। এরপর মুস্তাফিজের বলে শুন্য রানে দলীয় ৪১ রানে রান আউটের শিকার হন কাইল মায়ারস।
এর আগে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহম্মদ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনিল অ্যামব্রিস, জশুয়া ডা সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, জেসন মোহাম্মদ (অধিনায়ক), রভম্যান পাওয়েল, এনক্রুমাহ বোনার, কাইল মায়ারস, জর্ন ওটলে, রেয়মন রেইফার, আকিল হোসেন ও আলঝারি জোসেফ।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস