News Bangladesh

স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৫, ২০ জানুয়ারি ২০২১
আপডেট: ১৯:০২, ২০ জানুয়ারি ২০২১

জয় দিয়ে আইসিসি লিগ শুরু টাইগারদের

জয় দিয়ে আইসিসি লিগ শুরু টাইগারদের

জয় দিয়েই আইসিসি ওয়ানডে লিগ শুরু করল টাইগাররা। করোনায় দীর্ঘ দশ মাস পর খেলতে নেমেই ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারায় তামিম ইকবালের নতুন দল ‘বাংলাদেশি ব্র্যান্ড’। একটু বাড়িয়ে বললে, তামিম ইকবালের অধিনায়কত্বের অভিষেক ম্যাচেই জয়। দারুণ জয়ে ব্যাট বলে অসাধারণ পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বুধবার মিরপুরে ক্যারিবিয়ানদের দেয়া ১২৩ রানের লক্ষে ব্যাটিংয়ে নেমে ৩৩.৫ ওভারে চার উইকেটে ১২৫ রান তুলে নেয় স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি আগামী শুক্রবার ২২ জানুয়ারি মিরপুর শেরে-ই-বাংলায় সকাল সাড়ে ১১টায় শুরু হবে। এ দিন জয়ের জন্য ১২৩ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু হবে ওপেনার লিটন কুমার দাস ও ক্যাপ্টেন তামিম ইকবাল। দারুণ সতর্কতার পরও দলীয় ৪৭ রানে নেন  লিটন। অ্যাকেল হোসেনের বিষাক্ত স্পিনে সরাসরি বোল্ড হওয়ার আগে ৩৮ বলে মাত্র দুই বাউন্ডারিতে ১৪ রান তুলেন তিনি।
এরপর ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে দ্রতই বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসানকে সরিয়ে তিন নম্বরে ব্যাটিংয়ে নামানো হয় শান্তকে। কিন্তু ৯ বলে মাত্র ১ রানেই বিদায় নেন। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তামিম ইকবালের সাথে জুটি গড়েন সাকিব আল হাসান। ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে দলীয় ৮৩ রানের মাথায় বিদায় নেন তামিম। তার ব্যাট থেকে আসে ৪৪ রান। ৬৯ বলে সাত বাউন্ডারিতে এ রান করেন তিনি।
পঞ্চম উইকেটে সাকিবের সাথে জুটি গড়েন মুশফিকুর রহিম বেশ ভালোই করছিলেন। বাংলাদেশ দল যখন জয় থেকে মাত্র ১৮ রানে দূরে। ঠিক তখনই সাকিবের ছন্দপতন। অ্যাকেল হোসেন বিষাক্ত স্পিনে ব্যক্তিগত ১৯ রান করে বোল্ড হয়ে বিদায় নেন তিনি। শেষ মহুর্তে মুশফিকুর রহিম ১৯ ও মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত ৯ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন।  বল হাতে ক্যারিবিয়ানদের হয়ে অ্যালজারি জোসেপ ৮ ওভারে ১৭ রানে তিনটি এবং আকেল হোসেন  ১০ ওভারে ২৬ রানে নেন একটি উইকেট। 
এর আগে মিরপুর টস হেরে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসান আর অভিষিক্ত হাসান মাহমুদের বোলিং তান্ডবে ৩২.২ ওভারে ১২২ রানেই অলআউট ক্যারিবিয়ানরা। টাইগারদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় সফরকারী দলটি।  ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেছেন কাইল মায়ার্স। রোভমান পাওয়েল করেন ২৮ রান। বল হাতে ইনিংসের সুচনা করেন অভিজ্ঞ রুবেল হোসেন। 
পরের ওভারেই আসেন মোস্তাফিজুর রহমান। এসেই দ্বিতীয় বলে সুনীল অ্যাব্রিসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই পেসার। ৭ রান করা অ্যাম্ব্রিসকে ফিরতে হয় দলীয় মাত্র ৯ রানে। এরপর বৃষ্টির শেষে খেলা মাঠে গড়ালে ম্যাচের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে জশুয়া ডা সিলভাকে লিটন দাসের তালুবন্দি করেন মোস্তাফিজুর রহমান। আউট হওয়ার পূর্বে ডা সিলভা করেন মাত্র ৯ রান।
দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই নিজের দ্বিতীয় ওভারে উইন্ডিজ টপ অর্ডার অ্যান্ড্রে ম্যাকার্থিকে তুলে নিলেন সাকিব আল হাসান। সাকিবের বলে বোল্ড হয়ে ফেরার আগে ৩৪ বলে ১২ রান করেন ম্যাকার্থি। ইনিংসের ১৭তম ওভারে নিজের ৪র্থ ওভারে বল করতে এসে উইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন সাকিব। সাকিবের বল মিস করলে বিদ্যুৎ গতিতে স্ট্যাম্পিং করেন মুশি। আর তাতেই উইন্ডিজের চার নম্বর উইকেটের পতন ঘটে।
এক ওভারের বিরতিতে আবারও বল হাতে এসে ওভারে চতুর্থ বলে ঙ্ক্রুমাহ বোনারকে শূন্য রানে ফেরান সাকিব। সাকিবের বলে এলবি হয়ে ফেরেন এই লোয়ার অর্ডার ব্যাটসম্যান। দলীয় ৫৬ রানে ৫ম উইকেটের পতন এটি উইন্ডিজের। পঞ্চম উইকেট পতনের পর কাইল মার্স ও রোভমান পাওয়েলের ব্যাটে ঘুরে দাঁড়ায় উইন্ডিজ। দুর্দান্ত জুটি গড়ে দলীয় রান ১০০ পার করেন এই দুই ব্যাটসম্যান।
এরপর রীতিমতো ধস নামে ক্যারিবিয়ান ইনিংসে। সাকিব আল হাসান ও হাসান মাহমুদের বোলিং তোপে আর দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সাকিব ৭.২ ওভারে মাত্র ৮ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন। অভিষিক্ত হাসান মাহমুদ ৬ ওভারে ২৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন। ২০ রান খরচায় দুই উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়