তৃতীয় দিন ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুর টেস্টে শনিবার তৃতীয় দিন ব্যাটিং শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০৫ রান। মো. মিঠুন ৬ ও মুশফিকুর রহিম ২৭ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেছেন।
এর আগে মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে অসাধারণ ব্যাট করেছে সফরকারীরা। চট্টগ্রাম টেস্টে অবিশ্বাস্য এক জয় তুলে নেয়া ওয়েস্ট ইন্ডিজ ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৪০৯ রানের পাহাড় গড়ে ইনিংস শেষ করে। জবাবে নিজের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের বাংলাদেশ।
চোটের কারণে সাদমান ইসলাম না থাকায় তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে শুরুতেই শূন্য রানে বিদায় নেন সৌম্য। এরপর ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানে বিদায় নেন নাজমুল হোসেন মান্ত। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।
এরপর অধিনায়ক মুমিনুলকে সাথে নিয়ে বেশ ভালোই ব্যাট করছিলেন তামিম। কিন্তু এরপরই ছন্দপতন। মুমিনুল দলীয় ৬৯ রানে ২১ রানে বিদায়ের পর ওপেনার তামিম ইকবাল ব্যক্তিগত ৪৪ রান করে ফিরে যান।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফএ