মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষ, ২ চালক নিহত
রংপুরের পীরগঞ্জে মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৫টার দিকে খালাশপীর হাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মদনখালি ইউনিয়নের ঠাকুরদাস লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী আসাদুল (২৫) ও বড় আলমপুর ইউনিয়নের বাঁশপুকুরিয়া গ্রামের মৃত ইউসুফের ছেলে তোফাজ্জল হোসেন (৬৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আসাদুল হক তার শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী বড় বাগুড়া গ্রাম থেকে মোটরসাইকেলযোগে দ্রুত গতিতে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি খালাশপীর হাটে পৌঁছুলে তোফাজ্জল হোসেনের বাইসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ দুই পরিবার নিয়ে গেছে। তাদের পারিবারিক সিদ্ধান্তের ওপরে নির্ভর করবে ওই ঘটনায় মামলা হবে কি না।
নিউজবাংলাদেশ.কম/এফএ