News Bangladesh

স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩০, ৭ ফেব্রুয়ারি ২০২১

বাংলাদেশকে বিপদে ফেলছে বোনার ও কাইল

বাংলাদেশকে বিপদে ফেলছে বোনার ও কাইল

চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনে ব্যর্থ বাংলাদেশের বোলাররা। দিনের প্রথম দুই ঘণ্টায় উইকেট শূন্য। চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তুলেছে ক্যারিবিয়ান দুই ব্যাটসম্যান এনক্রুমাহ বোনার ও কায়েল মায়ার্স। ৩৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা উইন্ডিজরা দ্বিতীয় ইনিংসে লড়ছে।

রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চ বিরতিতে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ১৯৭ রান করেছে ক্যারিবীয়রা। এনক্রুমাহ বোনার ৪৩ ও কায়েল মায়ার্স ৯১ রানে অপরাজিত রয়েছেন। 

এই টেস্ট জিততে দিনের বাকি দুই সেশনে বাংলাদেশের নিতে হবে সাত উইকেট। অন্যদিকে ক্যারিবিয়ানদের প্রয়োজন মাত্র ১৯৮ রান। এছাড়া এই উইকেট হাতে রেখে বাকি দুই সেশন পার করতে পারলেও টেস্ট ড্র করার সুযোগ আছে ক্যারিবিয়ানদের সামনে।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পঞ্চম দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল দ্বিতীয় ইনিংসে ১১০/৩। ৩১ রানে অপরাজিত ছিলেন কাইল মায়ার, ১৫ রানে এনক্রুমাহ বোনার। মায়ার আগের দিনের মতো আজও চালিয়ে খেলেছেন। অন্যদিকে ধীরলয়ে এগুচ্ছেন বোনার। দুজন দুই মাধ্যমেই সফল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪৩০ রান করেছিল। জবাবে ২৫৯ রানে অলআউট হয় সফরকারীরা। পরে টাইগাররা নিজেদের দ্বিতীয় ইনিংসে আট উইকেট হারিয়ে ২২৩ রানে ইনিংস ঘোষণা করে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়