উইন্ডিজ সেরা টিম ভালো করতে পারছে না বলেই আসেনি: সাকিব
করোনার দোহাই দিয়ে অভিজ্ঞ তারকাদের ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল! দলে নেই ওয়েস্ট ইন্ডিজের সিনিয়ার ক্রিকেটাররা। তবে এসব কিছু মানতে রাজি নন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বুধবার মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে ম্যাচ শেষে সাকিব বলেন ওরা পারবে না বলেই ছোটদের পাঠিয়েছে।
ক্যারিবিয়ানদের দলে নেই নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, ফাবিয়েন অ্যালেন ও শেন ডাওরিচদের মতো অভিজ্ঞ তারকারা। তারকা ক্রিকেটারদের বিষয়ে জানতে চাইলে সাকিব বলেন,‘আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলছি। ওরা ম্যাচ খেলতে আসছে। হ্যাঁ ওদের ৬-৭ জন মূল খেলোয়াড় নেই। আর ওদের মূল দল যেটা আমরা বলছি সেটাকে আমরা বিশ্বকাপে হারিয়ে এসেছি। আবার ওদের দেশে হারিয়েছি। ওদের সেরা টিমটা ভালো করতে পারছে না বলেই হয়তো এই টিম পাঠিয়ে দিয়েছে। যেন বেটার রেজাল্ট করতে পারে।’
এছাড়া সাকিব বলেন,‘আপনাদের চিন্তাধারা সম্পূর্ণ ভুল। ওরা সব সময় বেটার। আমরা সব সময় ওদের রেসপেক্ট করি। তারা ভালো ক্রিকেট খেলতে সামর্থ্যবান। আাজকের উইকেট কঠিন ছিল। হয়তো অভিজ্ঞতার কারণে বেটার ক্রিকেট খেলেছি। বাট তার মানে এই না যে আমরা সামনের দুই ম্যাচ আরামে জিতে যাবো। আমাদের হার্ড ওয়াক করতে হবে।’
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস