News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫০, ২৪ ফেব্রুয়ারি ২০২১

বাদ জোহর বায়তুল মোকারমে ইব্রাহিম খালেদের জানাজা

বাদ জোহর বায়তুল মোকারমে ইব্রাহিম খালেদের জানাজা

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের জানাজা বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ গোপালগঞ্জ সদরে দাফন করা হবে।

খোন্দকার ইব্রাহিম খালেদের ছোট ভাই মুহাম্মদ খালেদ বলেন, “তার মরদেহ ধানমন্ডির বাসা থেকে নেয়া হবে কচিকাঁচার আসরে। সেখানে ঘণ্টাখানেক রাখা হবে। এরপর বায়তুল মোকাররম মসজিদে জানাজার নামাজ শেষে তাকে নেয়া হবে গোপালগঞ্জ নিজ বাড়িতে। সেখানে বাদ জোহর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।”

বুধবার সকাল পৌনে ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খোন্দকার ইব্রাহিম খালেদ।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ১ ফেব্রুয়ারি তাকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।

বিএসএমএমইউ আইসিইউ প্রধান অধ্যাপক এ কে এম আখতারুজ্জামান বলেন, “অসুস্থ হবার পর তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১১ ফেব্রুয়ারি আমাদের হাসপাতালে ভর্তি হন। তিনি সুস্থও হয়ে উঠেছিলেন। তাকে ডিসচার্জ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমরা। হঠাৎ করেই গত শুক্রবারে তিনি আবার স্ট্রোক করেন। এরপরই আবার তার শারীরিক অবস্থার অবনতি হয়।”

তিনি মূলত কোভিড রিলেটেড সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। হাইপারটেনশনসহ আরও কিছু সমস্যা ছিল তার। পাশাপাশি পড়ে গিয়ে মাথায়ও আঘাত পেয়েছিলেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন খোন্দকার ইব্রাহিম খালেদ।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়