বনানীতে কিশোর খুন
রাজধানীর বনানীতে এক কিশোর খুন হয়েছে।
বৃহস্পতিবার সকালে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াসিন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে বানানী স্টার কাবাবের সামনের রাস্তায় কে বা কারা শাকিল (১৪) নামে ওই কিশোরকে ছুরিকাঘাত করে। রাত ১১টার দিকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাকিলের স্বজনরা জানিয়েছেন, তারা মহাখালী কড়াইল বস্তিতে বসবাস করেন। কী কারণে তাকে খুন করা হয়েছে এখনো তা জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শাকিলের বাবা জসিম উদ্দিন বলেন, তাদের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়। কড়াইল বস্তিতে নিজেদের বাড়িতে বসবাস করেন তারা। বুধবার রাতে শাকিলের কয়েকজন বন্ধু তাকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিল।
নিউজবাংলাদেশ.কম/এফএ