একুয়েডরে কারাগারে সংঘর্ষে ৭৫ কয়েদী নিহত
একুয়েডরে একদিনে তিনটি কারাগারে কয়েদীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭৫ কয়েদী নিহত হয়েছে। যা গত কয়েক বছরের মধ্যে দেশটিতে কারাগারে ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘটনা।
বিবিসি জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই সংঘর্ষ শুরু হয়। যা নিয়ন্ত্রণে কারাগারগুলোতে সেনা ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, কারাগারের ভেতরের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ হতে পারে। গত ডিসেম্বরে এক গ্যাং-লিডার নিহতের পর থেকেই কারাগারের দখল নেওয়া নিয়ে কয়েদীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
যে তিনটি কারাগারে সংঘর্ষ হয়েছে সেখানেই দেশটির প্রায় ৭০ শতাংশ কয়েদী বন্দি আছেন।
বিবিসি জানায়, এদিন কুয়ানকা কারাগারে ৩৩ জন, গায়াকুইল কারাগারে ২১ জন এবং লাটাকাঙ্গা কারাগারে ৮ কয়েদী নিহত হন।
করাকর্তৃপক্ষ পরে আরো ১৩ জন কয়েদীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে তারা কোন কারাগারে ছিলেন সেটা আর উল্লেখ করেনি।
এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার খবরও পাওয়া গেছে। তবে নিহত সবাই কয়েদী।
এর আগে গত দুই বছরে একুয়েডর সরকার দেশটির কারাগারগুলোতে দুইবার জরুরি অবস্থা জারি করেছিল। প্রথমবার ২০১৯ সালের মে মাসে। সেবার কয়েক সপ্তাহে ১০ কয়েদীকে হত্যা করা হয়। পরের বার ২০২০ সালের অগাস্টে। সেবার একটি দুর্নীতির মামলার রাজসাক্ষী নিজের কারাকক্ষে খুন হন।
নিউজবাংলাদেশ.কম/এনডি