সিএসইতে মূলধন কমেছে ৭৭১২ কোটি টাকা
গত সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক সপ্তাহের ব্যবধানে মূলধন কমেছে ৭৭১২ কোটি টাকা। ওই সপ্তাহে সিএসইর সব ধরনের সূচক পতন হয়েছে। লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
তবে আগের সপ্তাহ থেকে বিদায়ি সপ্তাহে লেনদেন বেড়েছে।
সিএসইর সূত্রে এসব তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষে সিএসইর পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ১৯ হাজার ২১১ কোটি টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪ লাখ ২৬ হাজার ৯২৩ কোটি টাকা। এক সপ্তাহে ব্যধানে সিএসইর পুঁজিবাজার মূলধন কমেছে ৭ হাজার ৭১২ কোটি টাকা।
ওই সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৪৫৩ কোটি ৯০ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৪৪১ কোটি ২৮ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১২ কোটি ৬২ লাখ টাকা। ওই সময়ে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২০৪ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা ১ দশমিক ১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ২১ দশমিক শূন্য ৮ পয়েন্টে।
এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ২২ শতাংশ, সিএসই-৩০ সূচক ১ দশমিক ৪৩ শতাংশ, সিএসসিএক্স সূচক ১ দশমিক ১৪ শতাংশ ও সিএসআই সূচক ১ দশমিক ২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৯৩ পয়েন্টে, ১৩ হাজার ৪০৫ দশমিক ১০ পয়েন্টে, ১০ হাজার ২৭২ দশমিক ৪৩ পয়েন্টে ও ১ হাজার ৮১ দশমিক ৩৩ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ৩১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৩টি কোম্পানির। কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।
গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির ৪৭ দশমিক ৩১ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। ওই সময় ‘বি’ ক্যাটাগরির ১০ দশমিক ৮১ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ৪১ দশমিক ২৫ শতাংশ ও ‘জেড’ ক্যাটাগরির দশমিক ৫৭ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস