ঢাকায় আসতে পারেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী: পররাষ্ট্রসচিব
ফেব্রুয়ারির শেষে ঢাকায় আসতে পারেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
রোববার সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের আগে দুই দেশের স্বরাষ্ট্র, পানিসম্পদ, বাণিজ্য ও নৌপরিবহন সচিবদের বৈঠক হবে। এর মধ্যে পানিসম্পদ সচিবদের বৈঠক দিল্লিতে আর বাকী তিনটি বৈঠক হবে ঢাকায়।
করোনার টিকা উপহার দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই চিঠি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
নিউজবাংলাদেশ.কম/এএস