লেনদেন ডিএসইতে বাড়লেও সিএসইতে কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক (ডিএসইএক্স ও সিএএসপিআই) উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন ডিএসইর লেনদেন বাড়লেও সিএসইর কমেছে।
বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৯৪১ কোটি ৮ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৯০৫ কোটি ৯০ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩১টির এবং পরিবর্তন হয়নি ৯৪টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৪ দশমিক ৩৫ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১২ দশমিক ৬০ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৫১ পয়েন্ট বেড়ে যথাক্রমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ দশমিক ২০ পয়েন্টে ও ১ হাজার ২৮০ দশমিক ৩৯ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, রবি, বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার, এনার্জিপ্যাক পাওয়ার, সামিট পাওয়ার, আইএফআইসি, রিপাবলিক ইন্স্যুরেন্স।
অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ৪৩ কোটি ৪১ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৪৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৭টির, কমেছে ৮৭টির এবং পরিবর্তন হয়নি ৬০টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৮৬ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৭৫ দশমিক ৩৯ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৬ দশমিক ৭৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩৪ দশমিক শূন্য ৭ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৫২ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৭৫ দশমিক ৫৪ পয়েন্টে, ১৩ হাজার ২০৮ দশমিক ৩৫ পয়েন্টে ও ১০ হাজার ৬৫ দশমিক ৯৬ পয়েন্টে । এছাড়া সিএসআই সূচক দশমিক শূন্য ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪১ দশমিক ৫১ পয়েন্টে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস