News Bangladesh

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১১:৪২, ২৫ ফেব্রুয়ারি ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকারচাপায় প্রবাসী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকারচাপায় প্রবাসী নিহত

ছুটিতে দেশে ফিরে প্রাইভেটকারচাপায় মো. বিল্লাল (২২) নামে এক ইরান প্রবাসী নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মীরপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল কসবা উপজেলার খাড়েড়া ইউনিয়নের গোলাসার গ্রামের দুলাল মিয়ার ছেলে।

নিহতের পারিবারের সদস্যরা জানিয়েছেন, তিন ভাইবোনের মধ্যে সবার বড় ছিলেন বিল্লাল। দুই বছরেরও বেশি সময় ইরান ছিলেন তিনি। গত চারদিন আগে দেশে ফেরেন বিল্লাল।

বুধবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মীপুকুরপাড় এলাকায় একটি প্রাইভেটকার বিল্লালের  মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বিল্লাল মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন তার বন্ধু সজীব। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়