News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৯, ২৪ ফেব্রুয়ারি ২০২১

পুঁজিবাজারে সব ধরনের সূচক উত্থান

পুঁজিবাজারে সব ধরনের সূচক উত্থান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন ডিএসইর লেনদেন কমলেও সিএসইর বেড়েছে।
বুধবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৫৩০ কোটি ৩৫ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৯১ কোটি ৮১ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১৯০টির, কমেছে ৩৫টির এবং পরিবর্তন হয়নি ১১৮টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৭ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৫ দশমিক ৬৪ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩৮ দশমিক ৮৩ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৩ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৬ দশমিক ৩৭ পয়েন্টে ও ১ হাজার ২২০ দশমিক ৬৯ পয়েন্টে। 
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, রবি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ওয়ালটন হাই-টেক, বিকন ফার্মা, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার।
অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ২৮ কোটি ৯০ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১২টির, কমেছে ৪৮টির এবং পরিবর্তন হয়নি ৫৬টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪০৭ দশমিক শূন্য ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯০ দশমিক ৬০ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ২০ দশমিক ১২ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৯১ দশমিক ৪৮ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১২৪ দশমিক ৭৯ পয়েন্ট ও সিএসআই সূচক ১০ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৯১ দশমিক ৬০ পয়েন্টে, ১২ হাজার ৪৭ দশমিক ৭৫ পয়েন্টে, ৯ হাজার ৪০৩ দশমিক ৭১ পয়েন্টে ও ৯৮১ দশমিক শূন্য ৭ পয়েন্টে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়