News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৭, ১৪ ফেব্রুয়ারি ২০২১

পিরোজপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

পিরোজপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।  রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোরে পৌর শহরের ৬নং ওয়ার্ডে পশ্চিম কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন সাইফুল ইসলাম ও মনি বেগম।

নিহত সাইফুল ইসলাম স্থানীয় নলবুনিয়া গ্রামের বারেকের ছেলে।  বারেক মঠবাড়িয়া পৌর শহরের বাজারে দীর্ঘদিন ধরে পানিবহনের কাজ করে আসছেন। 

স্থানীয় ও মঠবাড়িয়া ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার ভোরে ওই বসতঘরটিতে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়।  এ সময় ঘরের দোতালায় ঘুমে থাকা অটোচালক সাইফুল ও তার স্ত্রী মনি বেগম ঘর থেকে বের হতে না পেরে আগুনে পুড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  নিহতের পরিবার জানায়, গত ৩ মাস আগে তাদের বিয়ে হয়। 

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সুমন মিয়া জানান, বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। 

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়