News Bangladesh

বগুড়া সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩১, ৪ ফেব্রুয়ারি ২০২১

বগুড়ায় লিফট ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু

বগুড়ায় লিফট ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে একটি মুরগির খামারে লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার সাজাপুরে তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পঞ্চগড় জেলার সদর উপজেলার নারায়ণ চন্দ্র (২৫) ও রশিদুল ইসলাম (২০)।  

প্রতিষ্ঠানটির ফ্লোর ইনচার্জ (পোল্ট্রি ফার্ম) আলমগীর হোসেন বলেন, “নারায়ণ ও রশিদুল লিফটে করে মুরগির খাবার নিয়ে সাত তলায় যাচ্ছিলেন। ছয়তলায় পৌঁছামাত্রই লিফটের ক্যাবল ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়