News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৩, ২৬ জানুয়ারি ২০২১

২ লাখ টাকার উর্ধ্বের কর ই-পেমেন্টে নেয়া হবে

২ লাখ টাকার উর্ধ্বের কর ই-পেমেন্টে নেয়া হবে

পহেলা জুলাই থেকে দুই লাখ টাকার উর্ধ্বে সব কর ইলেকট্রনিক পেমেন্টে (ই-পেমেন্ট) নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

মঙ্গলবার এনবিআরের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২১ উপলক্ষে ভার্চুয়াল সেমিনার ও ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) সার্টিফিকেট অব মেরিট প্রদান অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন। 
ভার্চুয়াল সেমিনারে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যুক্ত ছিলেন। এসময় এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সেমিনারে আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, রাজস্ব বোর্ডকে অটোমেশনের আওতায় এনে স্বচ্ছতা নিশ্চিতে ই-পেমেন্টের রোড ম্যাপ জারি করা হয়েছে। আমাদের সফটওয়্যার আছে। আগামী ১ এপ্রিল থেকে আইসিডি কাস্টমস হাউজ, কমলাপুরে এই নিয়ম বাধ্যতামূলক করা হচ্ছে।
আরও বলেন, ১৩টি স্ক্যানার কার্যক্রম গ্রহণ করেছি। স্ক্যানার গুলো আসলে পণ্য ডেলিভারি কার্যক্রম আরও দ্রুত হবে।
সেমিনারে করোনাকালীন দেশের আমদানি-রফতানি স্বাভাবিক রাখা এবং অভ্যন্তরীণ সাপ্লাই চেইন নিরবিচ্ছিন্ন রাখতে সহযোগিতা করায় ১৭ কর্মকর্তা এবং ৩টি প্রতিষ্ঠানকে ডব্লিউসিও সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দিয়েছে এনবিআর। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত এই সেমিনারে এনবিআর চেয়ারম্যান পুরস্কারপ্রাপ্তদের হাতে এ সম্মাননা স্মারক তুলেন দেন।
সম্মাননা পাওয়া ১০ কর্মকর্তা হলেন- কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেট, ঢাকা-২, এবং ভ্যাট অনলাইন প্রকল্প পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান, ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন, শুল্ক গোয়েন্দার অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ নেয়াজুর রহমান, এনবিআরের প্রথম সচিব এ কে এম নুরুল হুদা আজাদ, সিনিয়র সিস্টেম এনালিস্ট এ. কে. এম. জাহিদ হোসেন, ঢাকা উত্তর কমিশনারেটের ডেপুটি কমিশনার এবিলিন সাংমা, সিলেট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা মো সামসাদ হোসেন, ঢাকা কাস্টমস হাউসের সহকারি রাজস্ব কর্মকর্তা মো শফিকুল ইসলাম, আইসিডি কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইয়াকুত জাহিদ ও চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা আতিকুর রহমান।
করোনাকালীন দায়িত্ব পালনের সময় মৃত্যুবরণকারী সম্মাননা পাওয়া ৭ কর্মকর্তা হলেন- রাজশাহী কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা প্রয়াত মো ইদ্রিস আলী মণ্ডল, ঢাকা কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা প্রয়াত মো খোরশেদ আলম, রংপুর কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা প্রয়াত রহমত আলী, চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা প্রয়াত জসিম উদ্দিন মজুমদার, ঢাকা দক্ষিণ কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা প্রয়াত আনোয়ার জাবেদ, ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা প্রয়াত মো কবির হোসেন সিকদার ও মোংলা কাস্টমস হাউসের কর্মকর্তা প্রয়াত মো কায়কোবাদ সুকানী। এছাড়া সম্মাননা পাওয়া ৩ প্রতিষ্ঠানটি হলো- চট্টগ্রাম ও ঢাকা কাস্টমস হাউজ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়