তিন মাসে ওটিটি নীতিমালার খসড়া তৈরির নির্দেশ হাইকোর্টের
ওটিটিতে কনটেন্ট প্রকাশের ওপর তদারকি, নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায়ে খসড়া নীতিমালা করে তিন মাসের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এই সময়ের মধ্যে খসড়া তৈরি করে তথ্য সচিব ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান তা আদালতে দাখিল করবেন।
এর আগে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করে বিটিআরসি ও পুলিশ। বিটিআরসির প্রতিবেদনটি দাখিল করেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব। আর পুলিশের প্রতিবেদন দাখিল করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
ওটিটি প্লাটফর্মে কনটেন্ট প্রকাশ নিয়ে ২০২০ সালের মাঝামাঝি সময়ে অতিরিক্ত তথ্য সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছিল। কমিটিতে বিটিআরসির মহাপরিচালক, বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি, এনবিআরের একজন প্রতিনিধি ছাড়াও আইনজীবী রেজা-ই-রাকিব রয়েছেন।
রাজস্ব আদায় ছাড়াও এসব প্ল্যাটফর্মের ভিডিও কনটেন্ট দেশের সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের বাইরে কিনা তা তদারকি ও নিয়ন্ত্রণে এই নীতিমালা করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এএস