গেইন করতে গেলে ঝুঁকি নিতে হবে: ভূমি মন্ত্রী
সব ব্যবসাতেই ঝুঁকি আছে। একই ভাবে পুঁজিবাজারেও ঝুঁকি আছে। গেইন করতে গেলে ঝুঁকি নিতে হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার আরব আমিরাতের দু্বাইয়ে ইউসিবি স্টক ব্রোকারেজের আয়োজিত ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়াল অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ শীর্ষক রোড শোতে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ খান।
গ্রীণ ফিল্ডের প্রজেক্টে উৎসাহিত করার কথা জানিয়ে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ব্যাংক থেকে লোন নিয়ে কোন কোম্পানি প্রতিষ্ঠিত হয়ে গেলে, সে কেনো পুঁজিবাজারে আসবে। তাই গ্রীণ ফিল্ডের প্রজেক্ট দিতে হবে। এক্ষেত্রে যাদের তালিকাভুক্ত কোম্পানি আছে, তাদেরকে দিতে হবে। তারপরেও ওই তালিকাভুক্ত কোম্পানির অতিত রেকর্ড, পরিচালকদের ইতিহাস বিবেচনায় নিতে হবে।
অধিকাংশ দেশে পুঁজিবাজারের উন্নতি হলে অর্থনীতির উন্নতি হয় আর পুঁজিবাজারের পতন হলে অর্থনীতির পতন হয় জানিয়ে তিনি বলেন, কিন্তু আমাদের দেশের এ রকম হয় না। তবে সব ব্যবসাতেই ঝুঁকি আছে, একইভাবে পুঁজিবাজারেও ঝুঁকি আছে। গেইন করতে গেলে ঝুঁকি নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বাংলাদেশে পুঁজিবাজারসহ সব ক্ষেত্রেই এখন বিনিয়োগের উৎকৃষ্ট সময়। আমাদের পুঁজিবাজার সময়ের ব্যবধানে অনেক উন্নত হয়েছে। অনলাইনে বিও খোলাসহ নানা অগ্রগতি হয়েছে।
এদিন দুবাইয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান প্রথম অনলাইনে বেনিফিশিয়ারি অনার্স (বিও) হিসাব উদ্বোধন করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস