News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৫, ১৮ ফেব্রুয়ারি ২০২১

চীনে সোনার খনিতে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু

চীনে সোনার খনিতে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশে একটি সোনার খনিতে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু হয়েছে।  বুধবার স্থানীয় সময় ভোর ৬টায় এ ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শ্যানডংয়ের ঝাওইয়ান শহরের কাওজিয়াওয়া সোনার খনিতে সরঞ্জাম রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় আগুন লাগে। আগুনের কারণে ১০ খনি শ্রমিক আটকা পড়ে যান। তাদের মধ্যে ছয় জনের মৃত্যু হয় ও চার জনকে উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার পাওয়া আহত ওই চার কর্মীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই নিয়ে এক মাসের একটু বেশি সময়ের মধ্যে শ্যানডংয়ের সোনার খনিতে দ্বিতীয় আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটল।

এর আগে জানুয়ারিতে প্রদেশটির হুশান সোনার খনিতে এক বিস্ফোরণের ঘটনায় দুই সপ্তাহ ধরে ভূগর্ভে আটকা পড়ে থাকা ১১ জন শ্রমিককে নাটকীয়ভাবে উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় আরও ১০ শ্রমিকের মৃত্যু হয়েছিল।

শ্যানডং প্রদেশের জরুরি ব্যুরো জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি কমিয়ে আনতে তারা কয়লা খনি বাদে অন্য খনিগুলোতে একটি ‘ব্যাপক ও নিবিড়’ নিরীক্ষা কর্মসূচী শুরু করছে যা মার্চের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। এই নিরীক্ষায় ব্যর্থতা ধরা পড়া খনিগুলো বন্ধ করে দেওয়া হবে।

দেশটির জাতীয় খনি নিরাপত্তা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে চীনে ৫৭৩টি খনি-সংক্রান্ত মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিশ্বে চীনের খনিগুলোতেই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে।  রক্ষণাবেক্ষেণ ও নিরাপত্তা দুর্বলতাই প্রাণঘাতী এসব দুর্ঘটনার কারণ।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়