ফের শাকিবের নায়িকা বুবলী
শাকিব খানের বিপরীতে নতুন আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সবকিছু ঠিক থাকলে এটি হবে এ জুটির ১১তম সিনেমা। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনা সিনেমাটি নির্মাণ করবেন তপু খান। সিনেমার নাম ‘লিডার: আমিই বাংলাদেশ’। ২০ মার্চ থেকে শুরু হবে এ সিনেমার চিত্রায়ণ।
শাকিব খানের বিপরীতে বুবলীর নতুন সিনেমা খবর ছড়িয়ে পড়ায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। নেট দুনিয়ার বিভিন্ন গ্রুপে চলছে বুবলীকে নিয়ে আলোচনা। শাকিব খানের বিপরীতে আবারও বুবলী, বিষয়টি মেনে নিতে পারছেন না অনেক শাকিবিয়ান।
নেট দুনিয়ায় বিরক্তি প্রকাশ করেছেন অনেকে। বিডি ফিল্মবাজ গ্রুপের প্রধান সেলিম শাকিব নামে একজন লিখেছেন, ‘অনেকদিন পর নতুন ছবির ঘোষনা, যেখানে খুশি হওয়ার কথা সেখানে আমি হতাশ। আর যাই হোক ছবির নাম এখন ক্ষেত কেন! আর ঘুরে ফিরে নায়িকা বুবলী হতে হবে কেন মাথায় আসছে না।’ ফেরারি রাসেল নামে একজন লিখেছেন, ‘নায়িকা এবং নাম দুটোই পরিবর্তন করা জরুরি। দর্শক শাকিব খানের বিপরীতে বুবলীকে দেখতে চায় না।’
শাকিব খানের কাছে ভক্তদের চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই বলেও উল্লেখ করেছেন একজন। নেটিজেনদের অনেকেই নায়িকা পরিবর্তন করার পক্ষে কথা বলেছেন। কারণ শাকিব খানের বিপরীতে বুবলীকে দেখে বিরক্ত তারা। শফিকুল ইসলাম সুমন একটি গ্রুপে লিখেছেন, ‘বুবলীকে পেয়ে আবার হতাশ হলাম।’ তার নীচেই হতাশা প্রকাশ করেছেন হাসান নামে একজন। আর শাহীন সুলতান লিখেছেন, ‘বয়কট বুবলী।’
রাসেল রানা লিখেছেন, ‘আমিও দেখব না বুবলীর জন্য।’ হৃদয় মাহমুদ এক মন্তব্যে লিখেছেন, ‘মাহি, মিম, পরী, ববি, ফারিয়া থাকতেও বার বার কেন বুবলীকে নিতে হয়?’ সবুজ খান লিখেছেন, ‘আবারো সেই ঘুরে ফিরে বুবলী ভালো লাগলো না।’ সবমিলিয়ে বুবলীতে বেশ বিরক্ত বাংলা সিনেমা প্রেমীদের একাংশ। বিভিন্ন মন্তব্য থেকে তার ধারণা পাওয়া যাচ্ছে।
এর আগেও ভার্চুয়াল দুনিয়ায় ‘বুবলী মুক্ত শাকিব চাই’ এবং ‘আর নয় বুবলী’ দাবি তুলেছিলেন শাকিব ভক্তদের একাংশ। কারণ হিসেবে তারা উল্লেখ করেছিলেন, ‘আমরা বিরক্ত। শাকিব খানের বিপরীতে সব নায়িকাকে দেখতে চাই।’ কেউ কেউ শাকিব খানকে অনুরোধ করে বলেছিলেন, ‘প্রিয় শাকিব খান, নিজের ব্যক্তিগত পছন্দ আমাদের ওপর চাপিয়ে দিবেন না। ভালোবাসার মূল্য দিন। বুবলী থেকে মুক্তি দিন।’
২০১৬ সালে শাকিব খানে হাত ধরে সংবাদ উপস্থাপিকা থেকে চিত্রনায়িকা বনে গেছেন শবনম বুবলী। এ জুটির প্রথম সিনেমা বসগিরি। এরপর শাকিব খানের সঙ্গে দশটি সিনেমায় অভিনয় করেছেন বুবলী। সবশেষ এ জুটিকে একসঙ্গে দেখা গেছে ‘বীর’ সিনেমায়। এ সিনেমা মুক্তির পর আড়ালে চলে গিয়েছিলেন বুবলী। সে সময় তার মা হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল ফিল্মপাড়ায়।
আড়াল ভেঙে চলতি বছর জানুয়ারিত প্রকাশ্যে এসেছেন এ নায়িকা। আড়াল ভাঙলেই রহস্য জিইয়ে রেখেছেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে চিত্রনায়ক নিরবের বিপরীতে ‘চোখ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। শাপলা মিডিয়ার ব্যানারে এ সিনেমাটি নির্মাণ করবেন আসিফ ইকবাল জুয়েল।
নিউজবাংলাদেশ.কম/এনডি