ফাল্গুনের শুরুতেই পুঁজিবাজার মন্দা
ফাল্গুনের প্রথমদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক (ডিএসইএক্স ও সিএএসপিআই) পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে দুই স্টকের লেনদেন কমেছে।
রোববার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৮০১ কোটি ৬৬ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১ হাজার ৫৫ কোটি ৪৭ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ৫৭টির, কমেছে ১৯৩টির এবং পরিবর্তন হয়নি ১০১টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৭ দশমিক ৬৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১০ দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৯ দশমিক ৯৮ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৮ দশমিক ৬১ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো ফার্মা, রবি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, মীর আক্তার হোসাইন, বিডি ফাইন্যান্স, এনার্জিপ্যাক, আইএফআইসি ব্যাংক।
অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ১৪ কোটি ৪০ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৫টির, কমেছে ৮৩টির এবং পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৯৪ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৮৯ দশমিক ৫০ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৩৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৮২ দশমিক ১৪ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৬০ দশমিক ৫৮ পয়েন্ট ও সিএসআই সূচক দশমিক ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২১০ দশমিক ৯৭ পয়েন্টে, ১২ হাজার ৩৩৭ দশমিক ৬৬ পয়েন্টে, ৯ হাজার ৫২৪ দশমিক ৪৯ পয়েন্টে ও ৯৮৬ দশমিক ১৩ পয়েন্টে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস