News Bangladesh

স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০২, ১৪ ফেব্রুয়ারি ২০২১

ঢাকা টেস্টের চতুর্থ দিনে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা টেস্টের চতুর্থ দিনে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

মিরপুর টেস্টের চতুর্থ দিন রোববার নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দুই ইনিংস মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিন শেষে ১৫৪ রানে লিড নিয়ে ব্যাট শুরু করেছে। তৃতীয় দিন শেষে দ্বিতীয়  ইনিংসে ৩ উইকেটে ৪১ রান সংগ্রহ করে।

এর আগে মিরপুর টেস্টে ক্যারিবিয়ানরা নিজেদের প্রথম ইনিংসে ৪০৯ রান সংগ্রহ করে।  জবাবে স্বাগতিক বাংলাদেশ গুটিয়ে যায় ২৯৬ রানে। ফলে প্রথম ইনিংসে ১১৩ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।  তবে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং শুরু করেছে স্বাগতিকরা। 

শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে দলীয় ১১ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান নাঈম হাসান। নাঈমের লেগ স্ট্যাম্পের বাইরের বলে ব্যাট চালিয়েছিলেন ব্র্যাথওয়েট। ঠিকমতো ব্যাটে-বলে করতে পারেননি। বলে চলে যায় উইকেটরক্ষক লিটন কুমার দাসের গ্লাভসে। 

আম্পায়ার অবশ্য প্রথমে আবদনে সাড়া দেননি। লিটন সঙ্গে সঙ্গেই রিভিউ নিয়ে নেন। পরে রিপ্লেতে দেখা যায় বল লিটনের গ্লাভসে জমা পড়ার আগে ব্র্যাথওয়েটের গ্লাভসে চুমু দেয়, আউট। ২২ রানের মাথায় মোসলেকে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে টেস্ট ক্যারিয়ারের একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মেহেদি হাসান মিরাজ। 

২৪তম টেস্ট খেলতে নেমে একশ টেস্ট উইকেট পেলেন মিরাজ, বাংলাদেশের পক্ষে যা দ্রুততমর রেকর্ড। আগের রেকর্ডটি ছিল তাইজুল ইসলামের (২৫ ম্যাচে ১০০ উইকেট)। এছাড়া তাইজুল ইসলাম তুলে নেন একটি উইকেট।
 
 

নিউজবাংলাদেশ.কম/এসএস/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়