News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৯, ১৩ ফেব্রুয়ারি ২০২১

গুয়ানতানামো বে বন্দিশিবির বন্ধ করতে যাচ্ছেন বাইডেন

গুয়ানতানামো বে বন্দিশিবির বন্ধ করতে যাচ্ছেন বাইডেন

কিউবার গুয়ানতানামো বে সামরিক কারাগারের একটি আনুষ্ঠানিক পর্যালোচনা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহযোগীরা।

এর মধ্য দিয়ে বিতর্কিত বন্দিশিবিরটি বন্ধে প্রেসিডেন্ট বারাক ওবামা আমলের লক্ষ্যকে সামনে নিয়ে আসা হয়েছে। 

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ার আগে বাইডেন যাতে কারাগারটি বন্ধ করে দিতে পারেন সেই উদ্দেশ্য নিয়েই পর্যালোচনা শুরু হয়েছে।

শুক্রবার হোয়াইট হাউসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। বারাক ওবামা তার নির্বাচনী প্রচারে দেয়া এই অঙ্গীকারটি বাস্তবায়ন করে যেতে পারেননি।

বাইডেনের মেয়াদেই কারাগারটি বন্ধ করে দেয়া হবে কিনা-এ প্রশ্নে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, “এটিই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।”

তিনি বলেন, “কারাগারটির বর্তমান ভূমিকা নিয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের মাধ্যমে একটি মূল্যায়ন দাঁড় করাতে বাইডেন প্রশাসন কাজ করছে, যা আগের প্রশাসনের কাছ থেকে আমরা পেয়েছি।”

বন্দিশিবিরটি থেকে কিছু আটক ব্যক্তিকে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন ওবামা। কিন্তু কংগ্রেসের সঙ্গে আপসের কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। বাইডেন ছিলেন ওবামার ভাইস-প্রেসিডেন্ট।

সেখানে বর্তমানে ৪০ বন্দি রয়েছেন। তাদের মধ্যে ২৬ জনকে ছেড়ে দেয়ার ক্ষেত্রে বেশি বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। কিন্তু এসব বন্দির মামলার জটিলতার কারণে আইনি প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে।

৯/১১-এর পর তখনকার প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে এই বন্দিশিবিরটি স্থাপন করা হয়েছিল।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্ন বলেন, “পূর্ববর্তী প্রশাসনের কাছ থেকে পাওয়া এই কারাগারের বর্তমান অবস্থার মূল্যায়ন প্রক্রিয়ার দায়িত্ব আমরা নিয়েছি। এটি বন্ধ করে দেয়ার উদ্দেশ্য থেকেই এই প্রক্রিয়া শুরু করা হয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়