পুঁজিবাজারে লেনদেন বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক (ডিএসইএক্স ও সিএএসপিআই) উত্থানে লেনদেন শেষ হয়েছে। টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে দুই স্টকের লেনদেন বেড়েছে।
তবে এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
বুধবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৭৮৬ কোটি ১ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৮৩ কোটি ৩০ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ৯৫টির, কমেছে ১৪৮টির এবং পরিবর্তন হয়নি ১১১টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৯ দশমিক ৪০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১৫ দশমিক ৪৭ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে দাঁড়িয়েছে ২ হাজার ১০১ দশমিক ৮২ পয়েন্টে ও ১ হাজার ২৪৫ দশমিক ৩৪ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, রবি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, মীর আক্তার হোসাইন, সামিট পাওয়ার, এনার্জিপ্যাক, স্কয়ার ফার্মা, বিডি ফাইন্যান্স।
অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ৫৫ কোটি ২৩ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭২টির, কমেছে ১০৫টির এবং পরিবর্তন হয়নি ৫৭টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫৯ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৭৯ দশমিক শূন্য ৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৬ দশমিক ৯৯ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৩৬ দশমিক ৩২ পয়েন্ট ও সিএসআই সূচক ৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২২০ দশমিক ২৯ পয়েন্টে, ৯ হাজার ৬৪২ দশমিক ৭৯ পয়েন্টে ও ৯৯৯ দশমিক ৩৯ পয়েন্টে।
এছাড়া সিএসই-৩০ সূচক ৩০ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৬০২ দশমিক ৮৮ পয়েন্টে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস