৭২ ঘণ্টার মধ্যে কম্প্রিহেনসিভ পরীক্ষার দাবি নার্সদের
আগামী ৭২ ঘণ্টার মধ্যে কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
সংগঠনটির সভাপতি লিজা আক্তার বলেন, ‘গত ৫ ফেব্রুয়ারি ব্যাচেলর অব নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ছাত্র-ছাত্রীদের কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা এ স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সে সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি। ’
তিনি বলেন, ‘বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানে নার্সিং কোর্স সম্পন্নকারী ব্যতীত কোনো শিক্ষার্থীকে নার্স হিসেবে নিবন্ধন দেওয়া যাবে না। ’
মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সিং কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মামুন হোসেন, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) ভারপ্রাপ্ত সভাপতি ইসমত আরা, স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব ইকবাল হোসেন সবুজ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/ডি