News Bangladesh

কৃষি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪০, ১১ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৪:৫৭, ১১ জানুয়ারি ২০২৫

হিলিতে সরিষার চাষ বেড়েছে

হিলিতে সরিষার চাষ বেড়েছে

ছবি: সংগৃহীত

ভোজ্যতেলের দাম বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় সরিষার চাষ বেড়েছে। আমন ধান কাটাই-মাড়াই শেষে ৩ মাস ফেলে না রেখে বাড়তি আয় করতে একই জমিতে সরিষা চাষে ঝুঁকছেন এখানকার কৃষকরা। কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করতে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।

দেশে ভেষজ তেলের চাহিদার তুলনায় উৎপাদন অনেকটা কম। এসব ভেষজ তেল আমদানি করতে হয় বেশিরভাগ দেশের বাহির থেকে। বাহির থেকে আমদানিকৃত তেলের মূল্য বৃদ্ধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তেলের দাম স্বাভাবিক রাখতে এবং চাহিদা মেটাতে সরিষার চাষ বৃদ্ধি করেছে সরিষার হিলির চাষিরা। 

হিলির জালালপুর গ্রামের কয়েকজন কৃষক জানান, এক বিঘা জমিতে সরিষা চাষ করতে কৃষকের খরচ হয় ৩ হাজার থেকে চার হাজার টাকা। প্রতি বিঘায় কৃষকরা সরিষা উৎপাদন করে থাকে ৬ থেকে ৭ মণ। সরিষা চাষের উপযোগী আবহাওয়া ভালো থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। তবে উৎপাদন খরচ কম ও দাম ভালো পাওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন এসব এলাকার কৃষকেরা।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম গণমাধ্যমকে বলেন, কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করতে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হচ্ছে। অপরদিকে অন্য ফসলের তুলনায় স্বল্প সময়ে লাভজনক হওয়ায় কৃষকেরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন। 

তিনি আরও বলেন, চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার ৬২৬ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। কৃষি অফিস থেকে মোট ২ হাজার জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার প্রদান করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়